ক্যাম্পাস

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের রজত জয়ন্তী উদযাপন

Byনিজস্ব প্রতিবেদক

সম্প্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউএপি।

প্রধান অতিথির বক্তব্যে ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সি এম শফি সামি ইউএপির প্রতিষ্ঠাতা উপাচার্য মরহুম হেদায়েত আহমেদের কথা স্মরণ করেন, যিনি পচিশ বৎসর আগে এই বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলেন।

তিনি বলেন, ইউএপি ২৫ বছর আগে ৩ জন শিক্ষার্থী নিয়ে ধানমন্ডি এলাকায় কিছু ভাড়া ভবনে কার্যক্রম শুরু করেছিল। এখন রাজধানীর প্রাণকেন্দ্রে নিজস্ব ক্যাম্পাসে ৫ হাজারের বেশি শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ অনুষ্ঠানে এ বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, ট্রাস্টি, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানান।

অন্যদের মধ্যে ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান কাইয়ুম রেজা চৌধুরী এবং একেএম কামালউদ্দিন চৌধুরী, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মতিন পাটোয়ারি, ট্রাস্টি বোর্ডের কোষাধ্যক্ষ আলমজেব ফারজাদ আহমেদ এবং ইউএপির তিনজন প্রাক্তন শিক্ষার্থী আলোচনায় অংশ নেন।

SCROLL FOR NEXT