ক্যাম্পাস

ইউল্যাবে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের উপর আলোচনা

Byনিজস্ব প্রতিবেদক

সোমবার রাজধানীর মোহাম্মদপুরে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে এ আলোচনার আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসাবে এই অনুষ্ঠান আয়োজন করে ইউল্যাব।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণটি প্রদর্শিত হয়।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন বঙ্গবন্ধু দেশকে নিয়ে ৩২ বছর বয়সে চিন্তা করেন ও ৩৪ বছর বয়সে তা নিয়ে লিখেন। তরুনদের তার লেখা পড়ার জন্য আহ্বান জানা মন্ত্রী।

“আমরা এমন একজন নেতাকে হারিয়েছি, যিনি বেঁচে থাকলে আজকে আমরা যে বাংলাদেশকে নিয়ে গর্ব করছি আমার বিশ্বাস প্রথম দশ বছরেই বাংলাদেশ এমন একটা পর্যায়ে পৌঁছে যেতো। আর সেটা বিশ্ববাসীর কাছে বিস্ময় হয়ে দাঁড়াতো।"

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মোতালিব তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কথা বলেন।

ইউল্যাব উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজাও বক্তব্য রাখেন।

পরে শিক্ষা উপমন্ত্রী ইউল্যাব লাইব্রেরিতে বঙ্গবন্ধুর উপর চার দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর  উদ্বোধন করেন।

SCROLL FOR NEXT