ক্যাম্পাস

১৩তম সাউফেস্টে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

Byনিজস্ব প্রতিবেদক

ভারতীয় বিশ্ববিদ্যালয়সমূহের সংগঠন এআইইউয়ের আয়োজনে ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ভারতের হরিয়ানায় কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সাউফেস্টে তারা অংশ নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, আফগানিস্তান, শ্রীলংকা এবং মরিশাস থেকে প্রায় সাতশ’ শিক্ষার্থী এই উৎসবে অংশ নেয়।

দক্ষিণ-এশীয় দেশগুলোর মধ্যে শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি জোরদার করা এই সাউফেস্টের মূল উদ্দেশ্য।

উৎসবে অনুষ্ঠিত কর্মকান্ডের মধ্যে ছিল- পোস্টার মেকিং, লাইট ভোকাল, মাইম, ফোক অর্কেস্ট্রা, ফোক ডান্স, এলোকিউশন, বিতর্ক, ক্লে মডেলিং, ক্লাসিকাল নৃত্য এবং সেমিনার অন্যতম।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাখাওয়াত হোসেন ও বিধান চন্দ্র দে ফোক ডান্স এবং ক্লে মডেলিংয়ে মেজবাউর রহমান মিজু বিতর্ক ও এলোকিউশনে অংশগ্রহণ করেন।

এছাড়া ইয়াছিন আরাফাত অমি গান পরিবেশন করেন।

সাউফেস্টে অংশগ্রহণের স্বীকৃতিস্বরুপ সাউথইস্ট বিশ্ববিদ্যালয় দলকে সার্টিফিকেট, স্বর্ণপদক এবং স্মারক প্রদান করা হয়।

SCROLL FOR NEXT