ক্যাম্পাস

অনলাইন কোর্স তৈরিতে ইউল্যাব-স্টার্টআপ ঢাকা সমঝোতা

Byনিজস্ব প্রতিবেদক

সোমবার ধানমণ্ডির ইউল্যাব চ্যান্সেলারিতে এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান ও স্টার্টআপ ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্যোক্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জ্ঞান ও দক্ষতা তৈরির লক্ষ্যে স্টার্টআপ ঢাকা অনলাইন স্কুল বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

“এই প্ল্যাটফর্মের মাধ্যমে ফাইন্যান্স, এন্টারপ্রেনারশিপ, লিডারশিপ, আইসিটি বিষয়ে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের ভিডিও বক্তৃতা সবার জন্য তোলা হচ্ছে।”

ইউল্যাব শিক্ষকরাই মূলত এ কোর্সগুলো পরিচালনার সঙ্গে যুক্ত থাকবেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

অন্যদের মধ্যে ইউল্যাবের সেন্টার ফর এন্টারপ্রাইজ অ্যান্ড সোসাইটি (সিইএস) ও ইউল্যাব ইএমবিএ-এর পরিচালক সাজিত অমিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

SCROLL FOR NEXT