ক্যাম্পাস

ঢাবি ‘গ’ ইউনিটের পরীক্ষা শুক্রবার

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

২০১৬-১৭ শিক্ষাবর্ষে এই ইউনিটের একহাজার ২৫০ আসনের বিপরীতে ৪২ হাজার ১৪৭ ভর্তিচ্ছু পরীক্ষায় নেবে বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ও বাইরের মোট ৫৫টি কেন্দ্রে পরীক্ষা চলবে।

বাইরের কেন্দ্রগুলো হলো লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, নীলক্ষেত হাই স্কুল, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ইডেন মহিলা কলেজ, আইডিয়াল কলেজ, বেগম বদরুন্নেছা মহিলা কলেজ এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ও কলেজ।

পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেক্ট্রনিক যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ।

পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে বলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির নির্দেশনায় সতর্ক করা হয়েছে।

ভর্তি পরীক্ষার আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে জানা যাবে।

SCROLL FOR NEXT