বাণিজ্য

নগদের বদলে সাড়ে ১২% বোনাস শেয়ার দেবে গোল্ডেনসন

Byনিজস্ব প্রতিবেদক

সাধারণ শেয়ারহোল্ডারদের দাবির প্রেক্ষিতে কোম্পানির পরিচালনা পর্ষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

৩০ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০১৪ সালের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়।

২৭ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। সে হিসাবে ২৭ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিতও হয়।

তবে সাধারণ শেয়ারহোল্ডাররা পরিচালনা পর্ষদ ঘোষিত নগদ লভ্যাংশকে বোনাস লভ্যাংশে পরিবর্তনের দাবি তুললে সাময়িকভাবে এজিএম মুলতবি করে পরিচালনা পর্ষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সাধারণ শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে পরিচালনা পর্ষদ পূর্বঘোষিত সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশকে সাড়ে ১২ শতাংশ বোনাস শেয়ারে পরিবর্তন করে।

SCROLL FOR NEXT