বাণিজ্য

পুঁজিবাজারে সূচক বেড়েছে

Byনিজস্ব প্রতিবেদক

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৩২ পয়েন্ট হয়।

লেনদেন আগের দিনের চেয়ে ৬৬ কোটি ২৬ লাখ টাকা বেড়ে ৪২৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

ডিএসইতে লেনদেনে থাকা ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৯৭টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।

টাকার পরিমাণে লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি কোম্পানি হল- অলিম্পিক এক্সেসরিজ, লাফার্জ, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা ও জিপি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসপিআই ১৩০ পয়েন্ট বেড়ে হয়েছে ১৩ হাজার ৯৪০ পয়েন্ট।

সিএসইতে এদিন প্রায় ৪৩ কোটি টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনে চেয়ে প্রায় ৪ কোটি টাকা কম।

এ বাজারে লেনদেন থাকা ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ৬১টির এবং ৩৬টির দাম অপরিবর্তিত।

SCROLL FOR NEXT