বাণিজ্য

গ্রামীণফোনের সব গ্রাহকের জন্য ইন্টারনেট চান তথ্যমন্ত্রী

Byজ্যেষ্ঠ প্রতিবেদক

রোববার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে গ্রামীণফোনের পাঁচ কোটি গ্রাহকের মাইলফলক অর্জন উদযাপনের এক অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, “ পাঁচ কোটি মানুষ গ্রামীণফোনের গ্রাহক, পৃথিবীতে একটি নির্দিষ্ট কোম্পানির ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী খবর।

“পাঁচ কোটি মানুষ পৃথিবীর সবচেয়ে কম কলরেটে কমদামে কথা বলতে পারে, এটি বাংলাদেশে টেলিকম জগতের ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি বিশেষ অবদান।

ফাইল ছবি

ফাইল ছবি

“এতো কম পয়সায় পৃথিখীতে আর কেউ কথা বলতে পারে না। গ্রামীণফোন সেই সুযোগটা করে দিয়েছে আমাদের গ্রাহকদের জন্য।”

হাসানুল হক ইনু বলেন, “ডিজিটাল বাংলাদেশের পরবর্তী ধাপ হচ্ছে ইন্টারনেট ব্যবহার করা। ৫ কোটি গ্রাহক যেন ইন্টারনেট ব্যবহার করতে পারে সে ব্যবস্থা নেয়ার জন্য গ্রামীণফোন কর্তৃপক্ষকে আহ্বান জানাবো, তবেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ পরিণত হবে।”

এ সময় গ্রামীণফোনের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স মাহমুদ হোসেনসহ ঊধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১৪ অক্টোবর পাঁচ কোটি গ্রাহকের মাইলফলক অতিক্রম করার ঘোষণা দেয় মোবাইল অপারেটর গ্রামীণফোন।

১৯৯৭ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে যাত্রা শুরু করে গ্রামীণফোন। বর্তমানে দেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে গ্রামীণফোনের।

SCROLL FOR NEXT