বাণিজ্য

গ্রামীণফোনে ১৮ ঘণ্টা বিনা খরচে ফেইসবুক

Byজ্যেষ্ঠ প্রতিবেদক
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) অ্যালান বঙ্কে রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে জানান, ১৫ সেপ্টেম্বর থেকে গ্রাহকরা এ সুযোগ পাবেন।

“গ্রামীণফোনের যে কোনো ইন্টারনেট প্যাকেজ ব্যবহারকারী প্রতিদিন রাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো ধরনের ডেটা চার্জ ছাড়াই ফেইসবুক ব্যবহার করতে পারবেন। এজন্য আলাদা করে রেজিস্ট্রেশনের দরকার হবে না।”

বাংলাদেশের প্রথম অপারেটর হিসেবে গ্রামীণফোন ৫ কোটি গ্রাহকের মাইল ফলকের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানান সিএমও।

“এ উপলক্ষে আমরা গ্রাহকদের কোনো খরচ ছাড়াই পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেইসবুক ব্যবহারের সুযোগ দিচ্ছি।”

দেশে বর্তমানে মোবাইল ফোন সংযোগের সংখ্যা ১১ কোটির বেশি। গ্রাহকদের একটি বড় অংশ এখন মোবাইলে ইন্টারনেট ব্যবহার করছেন।

অ্যালান বঙ্কে বলেন, “আমরা মনে করি, যার মোবাইল সংযোগ আছে তার ইন্টারনেট সংযোগ না থাকার কোনো কারণ নেই।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে গ্রামীণফোনের ইন্টারনেট গ্রাহকের সংখ্যা প্রায় ৭০ লাখ।

গ্রামীণফোনের মার্কেটিং পরিচালক নেহাল আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

SCROLL FOR NEXT