বাণিজ্য

সূচক বাড়লেও কমেছে লেনদেন

Byনিজস্ব প্রতিবেদক

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯৯ পয়েন্ট হয়।

হাতবদল হয় ৫৭৮ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের তুলনায় ২১৭ কোটি টাকা কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএসইএক্স দিন শেষে ৬ পয়েন্ট বেড়ে হয়েছে ৮ হাজার ৬৮১ পয়েন্ট।

লেনদেন আগের দিনের তুলনায় প্রায় ১২ কোটি টাকা কমে গেছে। এদিন হাতবদল হয়েছে ৪২ কোটি টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৩১টিরই দাম বেড়েছে। কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত ছিল ৩২টি কোম্পানির শেয়ারের দাম।

গত সপ্তাহে ডিএসইতে সূচক কমে ৭ পয়েন্ট, দেনিক লেনদেন হয় গড়ে ৬৫৮ কোটি টাকার শেয়ার।

SCROLL FOR NEXT