বাণিজ্য

এনজিও কনসোর্টিয়ামের নিবন্ধন বাতিল

Byনিজস্ব প্রতিবেদক

জালিয়াতি, দুর্নীতি, অনিয়মসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয় বলে সোমবার এক তথ্য বিবরণীতে জানিয়েছে সরকার।

সংস্থাটির সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে সবাইকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো’র সাম্প্রতিক এক পত্রে বলা হয়, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘এনজিও কনসোর্টিয়াম’ র বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন-২০১৬ আইনের ১৪ ধারায় সুস্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় সংস্থাটির অনুকূলে প্রদত্ত নিবন্ধন বাতিল করা হয়েছে।

“ভুয়া প্রমাণিত হওয়া সত্বেও এনজিও কনসোর্টিয়াম বিভিন্ন ছোট ছোট সংস্থাকে ‘পার্টনার’ হিসেবে অন্তর্ভুক্ত করার প্রলোভন দেখিয়ে এনজিওসমূহের নিকট হতে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করছে মর্মে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে বলে এনজিও বিষয়ক ব্যুরো’র পত্রে উল্লেখ করা হয়।”

SCROLL FOR NEXT