বাণিজ্য

১৯৯৯ টাকায় চট্টগ্রাম নেবে ইউএস-বাংলা

Byনিজস্ব প্রতিবেদক

বেসরকারি এই এয়ারলাইন্সে এখন ২ হাজার টাকার মধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া কিংবা চট্টগ্রাম থেকে ঢাকায় আসা যাবে।

আগে ইউএস-বাংলায় ঢাকা-চট্টগ্রাম ভ্রমণে ন্যূনতম ২ হাজার ৫০০ টাকা খরচ হত।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার জিএম কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে ইউএস-বাংলা এয়ারলাইন্স ভাড়ার ক্ষেত্রে এই ছাড় ঘোষণা করেছে।”

সোমবার থেকেই ন্যূনতম ১ হাজার ৯৯৯ টাকায় যাত্রীরা ঢাকা-চট্টগ্রাম রুটে টিকেট কিনতে পারছেন।  

স্বল্প পরিসরে আভ্যন্তরীণ রুটে আকাশপথ খুলে দেওয়ার পর ইউএস-বাংলা ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে।  

কামরুল জানান, এখন এয়ারলাইন্সটি ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে এটিআর ৭২-৬০০ ও ড্যাশ৮-কিউ৪০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে প্রতিদিন ৬টি ফ্লাইট পরিচালনা করবে।

ঢাকা থেকে চট্টগ্রামে সকাল ৭টা, সকাল ১১টা ৩০ মিনিট, দুপুর ৩টা ১৫ মিনিট, সন্ধ্যা ৬টা ১৫মিনিট, সন্ধ্যা ৭টা এবং রাত ৮টায় ফ্লাইট ছাড়বে।

চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরবে সকাল ৮টা ২৫ মিনিট, দুপুর ১২টা ৫৫মিনিট, বিকাল ৪টা ৪০ মিনিট, সন্ধ্যা ৭টা ৪০ মিনিট, রাত ৮টা ২৫ মিনিট ও ৯টা ৫৫ মিনিটে।

SCROLL FOR NEXT