বাণিজ্য

বাণিজ্যমন্ত্রীর নামে ফেইসবুক অ্যাকাউন্ট নিয়ে সতর্কতা

Byনিজস্ব প্রতিবেদক

এসব অ্যাকাউন্ট-পেইজের হাজার হাজার লাইক ও ফলোয়ার রয়েছে।

এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি নিজে কোনো ফেইসবুক অ্যাকাউন্ট খুলিনি, কোনো অ্যাকাউন্টের নিয়ন্ত্রণও নেই। যেগুলো আছে সব ভুয়া।”

বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, “ইদানিং লক্ষ করা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নামে ভুয়া আইডি খোলা হচ্ছে। এ ধরনের আইডি খোলার বিষয়ে উনার কোনো অনুমোদন নেই।” 

যারা এসব অ্যাকাউন্ট খুলেছেন তারা অবিলম্বে সেগুলো বন্ধ না করলে আইসিটি আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ফেইসবুকে বাণিজ্যমন্ত্রীর নামে অন্তত পাঁচটি অ্যাকাউন্ট বা পেইজ দেখা যাচ্ছে। এর কোনো কোনোটিতে আড়াই হাজার থেকে পাঁচ হাজারের মতো অনুসারী।

SCROLL FOR NEXT