বাণিজ্য

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অ্যামচেম নেতাদের বৈঠক

Byনিজস্ব প্রতিবেদক

গত বুধবার অ্যামচেমের নতুন প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং বিনিয়োগ বাড়ানোর বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে অ্যামেচের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

একইসঙ্গে দুদেশের বিনিয়োগ ও বাণিজ্য প্রসারে বিদ্যমান বাধাগুলো কিভাবে দূর করা যায় সে বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।

আঞ্চলিক এবং বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের শক্ত অবস্থান গড়ে তুলতে অ্যামচেম সব ধরনের সহায়তা করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অ্যামচেমের নতুন কমিটি ২০১৯-২০ মেয়াদে দায়িত্ব পালন করবে।

এরশাদ আহমেদের নেতৃত্বে অ্যামেচেমের নতুন কমিটির সহসভাপতি হলেন মাস্টারকার্ড সিঙ্গাপুর হোল্ডিংয়ের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। কোষাধ্যক্ষ আর-প্যাক (বাংলাদেশ) লিমিটেডের মহাব্যবস্থাপক শফিকুল আজম।

নতুন কমিটির সদস্যরা হলেন- ডুপন্ট বাংলাদেশ লিমিটেডের পরিচালক শওকত আলী সরকার, সিটিব্যাংক এনএ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এন রাজেশেখরন, বিটন ডিকিনসন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের বিজনেস ম্যানেজার (বাংলাদেশ) মির্জা সজিব রাইহান।

SCROLL FOR NEXT