বাণিজ্য

মেহেরপুরে ব্র্যাক ব্যাংকের ’এজেন্ট ব্যাংকিং আউটলেট’

Byনিজস্ব প্রতিবেদক

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকের ২১২তম এ আউটলেট উদ্বোধনের কথা জানানো হয়।

এতে বলা হয়, নতুন এই আউটলেটের মাধ্যমে দেশের ৫৬টি জেলায় এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিস্তৃত করলো ব্র্যাক ব্যাংক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে মেহেরপুর শহরের বড়বাজারের কেএম সুপার মার্কেটে আউটলেটটির উদ্বোধন করেন।

এসময় অন্যদের মধ্যে মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিতন, ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হোসেন, এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন, অলটারনেট ব্যাংকিং চ্যানেলের প্রধান নাজমুর রহিম, মেহেরপুর এজেন্ট ব্যাংকিং আউটলেটের এজেন্ট খন্দকার তরিকুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

সাব্বির হোসেনকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এজেন্ট ব্যাংকিং একটি ইনক্লুসিভ ব্যাংকিং মডেল, যার মাধ্যমে ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত মানুষকে আনুষ্ঠানিক ব্যাংকিং সেবা দেওয়া সম্ভব হচ্ছে।”

SCROLL FOR NEXT