বাণিজ্য

টানা পঞ্চম বার বিকেএমইএ’র সভাপতি হলেন সেলিম ওসমান

Byনিজস্ব প্রতিবেদক

২০১০ সাল থেকে তিনি বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাত নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জে বিকেএমইএ প্রধান র্কাযালয়ে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ২৭ জন পরিচালকের প্রথম সভায় সেলিম ওসমান সভাপতি নির্বাচিত হয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নির্বাচনে প্রথম সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম। দ্বিতীয় ও তৃতীয় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে-অমল পোদ্দার এবং গাওহার সিরাজ জামিল।

সহ-সভাপতি অর্থ নির্বচিত হয়েছেন মোরশেদ সারোয়ার সোহেল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে টানা পঞ্চম মেয়াদে সেলিম ওসমান বিকেএমইএ’র সভাপতি নির্বাচিত হলেন।বৃহস্পতিবার বিকেলে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহন করেছেন।

এর আগে ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নিট শিল্প মালিকরা ২৭ টি পদের বিপরীতে ২৭ টি মনোনয়নপত্র নির্বাচন বোর্ডের চেয়াম্যানের কাছে জমা দেন।

যেহেতু ২৭টি সদস্য পদের বিপরীতে ২৭ টি মনোনয়ণপত্র জমা পড়ে সেহেতু ২৬ অক্টোবর ভোট গ্রহণের কথা থাকলেও বাণিজ্য সংগঠন বিধিমালার বিধি ১৭ অনুযায়ী তার প্রয়োজন পড়ে না।

ফলে বিধি অনুযায়ী বৃহস্পতিবার ২০১৯-২১ মেয়াদে ২৭ সদস্য বিশিষ্ট বিকেএমইএ’র পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়।

সেলিম ওসমান

সেলিম ওসমান

নারায়ণগঞ্জে বিকেএমইএ প্রধান কার্যালয়ে সভাপতির দায়িত্ব গ্রহনের পর সেলিম ওসমান ক্রমাগত বাড়তে থাকা বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন বাজার সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করে বলেন, “প্রযুক্তি নির্ভর পৃথিবী যেভাবে বদলাচ্ছে তাতে অটোমেশন এখন সময়ের দাবি।এক্ষেত্রে বিকেএমইএর সমৃদ্ধ গবেষাণা কার্যক্রম ফলপ্রসু ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।”

২০১০ সালের ২১ জুলাই সেলিম ওসমান প্রথম বিকেএমইএ সভাপতি নির্বাচিত হন।

বিকেএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচন (২০১৯-২১) সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এফবিসিসিআই’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী। এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা এবং নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি আলহাজ্ব মো. সোলায়মান সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন নারায়ণগঞ্জ চেম্বারের  সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. রাশেদ সারোয়ার। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রউফ এবং বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান খান।

সেলিম ওসমান জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য। গত সংসদেও তিনি সংসদ সদস্য ছিলেন।

SCROLL FOR NEXT