বাণিজ্য

বাড়ির কর দেয়া যাবে বিকাশে

Byনিজস্ব প্রতিবেদক

সম্প্রতি এ বিষয়ে একটি চুক্তি হয়েছে বলে বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। 

চুক্তির আওতায় ডিএসসিসি এলাকার বাড়তি সময় ও অর্থ ব্যয় না করে যে কোন সময়, যে কোন স্থান থেকে দুই লাখ বাড়ির মালিক কর পরিশোধ করতে পারবেন।

কেবল কর পরিশোধই নয় নাগরিকরা করের পরিমানও তাদের বিকাশ একাউন্টের মাধ্যমে জানতে পারবেন।

ডিএসসিসির চিফ রেভিনিউ অফিসার ইউসুফ আলী সরদার,সিস্টেম এনালিস্ট অ্যান্ড হেড অব আইসিটি আবু তায়েব রোকন,বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ, হেড অব অল্টারনেটিভ চ্যানেল মাসরুর চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

SCROLL FOR NEXT