বাণিজ্য

কাজ-কর্মীর সন্ধান দেবে ‘সহকারী অ্যাপ’

Byনিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসিস সফটএক্সপোতে সহকারী ডটকম লিমিটেড উদ্বোধন করে ‘সহকারী অ্যাপ’।

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “অ্যাপ ব্যবহারকারীরা যে কোনো ধরনের কাজ করানোর দক্ষ কর্মী খুঁজে পেতে পারেন। অফিস বা প্রাইভেট সহকারী, ঘরবাড়ি পরিষ্কারের কাজ, গৃহকর্মী, যে কোনো ধরনের মেরামত, আইটি ও ফ্রিল্যান্সিং, ওয়েব ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট, পার্ট টাইম/ফুল টাইম কর্মী ও আরও অনেক ধরনের কাজ করাতে পারেন এই অ্যাপের সহযোগিতায়। পাশাপাশি নিবন্ধিত দক্ষ কর্মীরাও তাদের পছন্দের কাজ খুঁজে পাবেন অ্যাপের মাধ্যমে।”

বেসিসের প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির ও পরিচালক দিদারুল আলম, সহকারী ডটকমের সিইও তাসনুবা লিয়া উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন।

তাসনুবা লিয়া বলেন, “আমরা বাংলাদেশে এই ডিজিটাল প্ল্যাটফর্মটি চালু করার মাধ্যমে লাখো বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে কাজ করছি। কর্মীদের জন্য ডিজিটাল প্রোফাইল তৈরি করে দিয়ে তাদের অধিক কর্মের সুযোগ করে দিচ্ছে সহকারী।”

SCROLL FOR NEXT