বাণিজ্য

আইএফআইএল’র নতুন তিন সেবা

Byনিজস্ব প্রতিবেদক

সেবা তিনটি হচ্ছে- মুদারাবা আসান ডিপোজিট স্ক্রিম, রাহা (কমফোর্ট)  এবং সিলা উল ইসতিহ্লাক (কমোডিটি) ।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর মোঃ সালেহ্ সেবা তিনটির উদ্বোধন করে বলেন, তৃণমূল পর্যায়ের আমানতকারীদের জন্য মুদারাবা আসান ডিপোজিট স্ক্রিমটি চালু হয়েছে। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমান অর্থ জমা করার বাধ্যবাধকতা নেই। গ্রাহক তার ইচ্ছে মতো যেকোন সময় যেকোন পরিমাণ অর্থ জমা করতে পারবেন।

“জমাকৃত অর্থের উপর প্রতিদিন মুনাফা পাবেন।”

রাহা (কমফোর্ট) সম্পর্কে তিনি বলেন, “এটি একটি বিনিয়োগ পণ্য; যা দুটি ভাগে বিভক্ত। প্রথম ভাগে গ্রাহক তার ব্যাংকের লেটার অফ ক্রেডিট অবসায়নের জন্য লেটার অফ কমফোর্ট পাবেন। পরবর্তীতে এটি এইচপিএসএম অথবা বাই-মুয়াজ্জাল হিসেবে রূপান্তরিত হবে। এই রূপান্তরিত বিনিয়োগপণ্য থেকে গ্রাহকের লেটার অফ ক্রেডিট-এর পেমেন্ট দেওয়া হবে।”

“সিলা উল ইসতিহ্লাক (কমোডিটি) একটি স্বল্পমেয়াদী বিনিয়োগ পণ্য।”

সংবাদ সম্মেলনে আইএফআইএলের ভাইস চেয়ারম্যান আনিস সালাউদ্দিন আহমাদ, নির্বাহী কমিটির চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, পরিচালক লিয়াকত হোসেন মোগল এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুকনুজ্জামান উপস্থিত ছিলেন।

SCROLL FOR NEXT