বাণিজ্য

ইডটকোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Byনিজস্ব প্রতিবেদক

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লিজিং, কো-লোকেশন, বিল্ড-টু-স্যুট, এনার্জি, ট্রান্সমিশন এবং অপারেশন এন্ড মেইনটেইনেন্স (ওএন্ডএম) সার্ভিসের মাধ্যমে টেলিকমিউনিকেশন খাতে সম্পূর্ণ সমাধান প্রদান করে থাকে।

২০১৩ সাল থেকে ইডটকো দেশের টেলিকমিউনিকেশন্স অবকাঠামো খাতে ভূমিকা পালন করে যাচ্ছে।

ইডটকো গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান ইডটকো বিডি।

সারাবিশ্বে ২৮ হাজারের এরও বেশি টাওয়ারের মাধ্যমে ইডটকো বাংলাদেশ, মালয়েশিয়া, শ্রীলংকা, কম্বোডিয়া, পাকিস্তান এবং মায়ানমারে সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

গত পাঁচ বছরে সারাদেশে ৮ হাজার এরও বেশি টাওয়ার নির্মাণ করে বাংলাদেশের টেলিকমিউনিকেশন খাতকে টেকসই ও গ্রিন ইঞ্জিনিয়ারিং-এর দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ইডটকো বিডি সম্প্রতি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কর্তৃক শর্ত সাপেক্ষে টাওয়ার শেয়ারিং লাইসেন্স পেয়েছে।

শর্তসমূহ পূরণের মাধ্যমে পরিপূর্ণ লাইসেন্স-পাওয়ার পর ইডটকো স্বতন্ত্রভাবে দেশে বিভিন্ন মোবাইল অপারেটরের জন্য টেলিকমিউনিকেশন টাওয়ার নির্মাণ ও ব্যবস্থাপনা করতে পারবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

SCROLL FOR NEXT