বাণিজ্য

আখাউড়া হয়ে ভারতে ফের মাছ রপ্তানির সিদ্ধান্ত

Byব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, শনিবার সকাল থেকে রপ্তানি শুরু হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশের রপ্তানি করা মাছ ভারতের আগরতলা বন্দরে সেখানকার অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে আটকে দেওয়া হয়। ওই দিন ১০ টনের বেশি মাছ পচে দুই দেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন বলে অভিযোগ রয়েছে। সে সময় আখাউড়া দিয়ে ভারতে মাছ রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন বাংলাদেশি ব্যবসায়ীরা।

ব্যবসায়ী নেতা শফিকুল বলেন, শুক্রবার দুপুরে আগরতলায় সেখানকার ব্যবসায়ী ও বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের বৈঠক হয়।

“ওই বৈঠকে উভয় পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে মাছ রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার কথা।”

SCROLL FOR NEXT