বাণিজ্য

নেপালে ই-জিপি বাস্তবায়নে দোহাটেক

Byনিউজ ডেস্ক

গত ১৯ এপ্রিল কাঠমান্ডুতে নেপাল সরকারের সঙ্গে এই সংক্রান্ত চুক্তি সই হয় বলে দোহাটেকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, আন্তর্জাতিক দরপত্রের মধ্য দিয়ে নেপালের ন্যাশনাল ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ব্যবস্থাপনার দায়িত্বটি পেয়েছে দোহাটেক নিউ মিডিয়া।

নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন পাবলিক প্রকিউরমেন্ট মনিটরিং অফিস (পিপিএমও) এর সঙ্গে দোহাটেকের এই চুক্তি হয়।

চুক্তিপত্রে নেপাল সরকারের পক্ষে সই করেন পিপিএমওর সচিব মাধু প্রসাদ রেগমি। দোহাটেকের পক্ষে চুক্তিপত্রে সই করেন কোম্পানির চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা।

এই চুক্তির আওতায় দোহাটেক নেপালি সহযোগী প্রতিষ্ঠান ডিজি মার্কেটকে নিয়ে ই-জিপি সিস্টেমের সব ধরনের অ্যাপ্লিকেশন ব্যবস্থাপনা ও অবকাঠামো স্থাপনের কাজ করে দেবে।

বাংলাদেশে ই-জিপিতে (সরকারি ক্রয়)  সম্পৃক্ত হওয়ার পর ভুটানেও একই কাজ করে দেয় বাংলাদেশের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান দোহাটেক।

SCROLL FOR NEXT