বাণিজ্য

শিক্ষক-শিক্ষার্থীরা কিস্তিতে পাবেন ডেল, এইচপির ল্যাপটপ

Byনিজস্ব প্রতিবেদক

এটুআইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং সিঙ্গার বাংলাদেশের সেলস ডিরেক্টর মকবুলে হুদা চৌধুরী প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই সমঝোতা স্মারকে সই করেন বলে রোববার সিঙ্গারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই সমঝোতা অনুযায়ী সিঙ্গারের ‘ল্যাপটপ ফর অল’ প্রোগ্রামের আওতায় শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও শিক্ষার্থীরা দেশব্যাপী সিঙ্গারের যে কোনো বিক্রয় কেন্দ্র থেকে সহজ কিস্তিতে ডেল ও এইচপি ল্যাপটপ কিনতে পারবেন।

এর আওতায় ১০ মাসের কিস্তিতে ডেল ও এইচপির ব্র্যান্ড ল্যাপটপ কেনা যাবে এবং সেজন্য বাড়তি কোনো অর্থ (ইন্টারেস্ট) দিতে হবে না।

অন্যদের মধ্যে এটুআই প্রোগ্রামের অধ্যাপক ফারুক আহমেদ, সিঙ্গার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ভাজিরা তেন্নাকুন, সিনিয়র ম্যানেজার (মার্কেটিং কম্যুনিকেশন) রাজিউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে।

SCROLL FOR NEXT