বাণিজ্য

মাহবুব ইসলামী ব্যাংকের অতিরিক্ত এমডি

Byনিজস্ব প্রতিবেদক

এর আগে তিনি ব্যাংকটির কর্পোরেট ইনভেস্টমেন্ট উইং ও বিনিয়োগ (ক্রেডিট) কমিটি প্রধানের দায়িত্ব পালন করছিলেন বলে বুধবার প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, মাহবুব উল আলম ১৯৮৪ সালে ইসলামী ব্যাংকে যোগ দেন। তিনি বেসরকারি এই ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আন্তর্জাতিক ব্যাংকিং, অপারেশন্স ও রিটেইল ইনভেস্টমেন্ট উইংয়ে দায়িত্ব পালন করেন।

ব্যাংক খাতে দীর্ঘ ৩৩ বছরের পেশাজীবনে মাহবুব স্থানীয় কার্যালয়সহ বিভিন্ন শাখার প্রধান এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন।

আলম প্যারিসভিত্তিক আইসিসির এফআইটি গ্রাজুয়েট এবং আইসিসি বাংলাদেশের ব্যাংকিং টেকনিক অ্যান্ড প্র্যাকটিস কমিটির সদস্য বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

SCROLL FOR NEXT