বাণিজ্য

নির্মাণ ও গৃহসজ্জা শিল্পের ৪ প্রদর্শনী শুরু

Byনিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার তিনদিনব্যাপী এসব প্রদর্শনীর উদ্বোধন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

একই ছাদের নিচে শুরু প্রদর্শনীগুলোর মধ্যে নির্মাণ অবকাঠামো নিয়ে রয়েছে ‘তৃতীয় বাংলাদেশ বিল্ডকন ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৭’, যাতে স্থাপত্য, নির্মাণ শিল্প, নির্মাণ যন্ত্রপাতি, কনক্রিট মেশিনারিজসহ ডিজাইন ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন উপকরণ স্থান পেয়েছে।

এছাড়া অন্যান্য প্রদশর্নীর মধ্যে রয়েছে ‘বাংলাদেশ লাইটিং এক্সপো ২০১৭’, ‘বাংলাদেশ উড ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৭’ এবং ‘দ্বিতীয় ইন্টেরিয়র এক্সটেরিয়র এক্সপো ২০১৭’।

এসব প্রদর্শনীতে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, তাইওয়ান, ইতালি ও জার্মানির প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

এ ধরনের বাণিজ্যিক প্রদর্শনী সাম্প্রতিক সময়ের বিভিন্ন ধরনের পণ্য এবং প্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কে জানতে ক্রেতাদের সহযোগিতা করবে বলে উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে আশা প্রকাশ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেড এবং এফ টাচ ইভেন্টস লিমিটেডের সঙ্গে যৌথভাবে এসব প্রদর্শনীর আয়োজন করে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড।

আগামী শনিবার পর্যন্ত চলমান এসব প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

SCROLL FOR NEXT