বাণিজ্য

রাজধানীতে টোয়াবের পর্যটন মেলা শুরু বৃহ্স্পতিবার

Byনিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে ‘বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার’ শিরোনামে তিনদিনব্যাপী এই মেলা শুরু হবে বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

বেলা ১১টার দিকে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে থেকে জানানো হয়, মেলায় ১০টি প্যাভেলিয়ন, ১৮টি মিনি প্যাভেলিয়নসহ ১৪০টি স্টল থাকবে। মেলায় থাকবে ১৩টি দেশের ৫০ জন বিদেশি এ্যাক্সিবিউটর।

মেলায় দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য রাখা হয়েছে ৩০ টাকা। তবে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরুপ চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী মো. নাসির উদ্দিন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম (পিআর) শাকিল মেরাজ এবং টোয়োবের সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

SCROLL FOR NEXT