বাণিজ্য

‘সিনিয়র সিটিজেনদের’ ভ্রমণে ইউএস-বাংলার বিশেষ মূল্যছাড়

Byনিজস্ব প্রতিবেদক

বুধবার কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের অন্যান্য দেশের এয়ারলাইন্সের মতো বাংলাদেশে প্রথমবার সিনিয়র সিটিজেনদের অভ্যন্তরীণ রুটের যে কোনো গন্তব্যে ভ্রমণের জন্য টিকেট মূল্যের উপর ২০% ছাড় ঘোষণা করছে ইউএস-বাংলা।

আগামী ১ মার্চ থেকে এ উদ্যোগ কার্যকরা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এতে জানানো হয়, হ্রাস করা মূল্য ছাড়াও এ টিকেটের মেয়াদ থাকবে পরবর্তী এক বছর, যা সাধারণত অভ্যন্তরীণ টিকেটে ছয় মাস পর্যন্ত কার্যকর থাকে।

সিনিয়র সিটিজেনদের জন্য ঘোষিত প্যাকেজে হ্যান্ড ব্যাগেজের বাইরে অতিরিক্ত পাঁচ কেজিসহ মোট ২৫ কেজি ল্যাগেজ সুবিধা থাকবে।

এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ সিনিয়র সিটিজেনদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্লাইটে আসনের ব্যবস্থা করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, সিনিয়র সিটিজেন পুরুষদের ক্ষেত্রে বয়স সীমা নির্ধারণ করা হয়েছে নূন্যতম ৬৫ বছর এবং মহিলাদের জন্য নূন্যতম ৬২ বছর। টিকেট সংগ্রহের জন্য পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ দেখাতে হবে। 

এই টিকেট শুধুমাত্র ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস কাউন্টার থেকে কেনা যাবে এবং তা হস্তান্তর যোগ্য নয়। 

SCROLL FOR NEXT