বাণিজ্য

শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেটের অঙ্গীকার গ্রামীণফোনের

Byনিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজে প্রায় ৭০০ শিক্ষার্থী-শিক্ষকদের নিয়ে এই দিবস উদযাপিত হয়।

শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে সরাসরি যোগাযোগের লক্ষ্যে এবং নিরাপদ ইন্টারনেট সম্পর্কে সচেতনতা বাড়ানোর অঙ্গীকার করতে অনুষ্ঠানটি বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ‌্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিশেষ অতিথি ছিলেন রেসিডেনশিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল হান্নান।

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি বলেন, “পরবর্তী পাঁচ বছরে এশিয়ায় টেলিনরের বড় সম্প্রসারণ ঘটবে। সেক্ষেত্রে তরুণরাই হবে ডাটাকেন্দ্রিক টেলিকম খাতের মূল গ্রাহক।

“এ বাজারে তরুণরা কিভাবে নিরাপদে ইন্টারনেট ব্যবহার করবে সে ব‌্যাপারে তাদের শিক্ষিত করে তোলাই টেলিনরের অন্যতম লক্ষ্য।”

টেলিনরের কার্যক্রম রয়েছে এমন ১৩টি দেশে এবার একযোগে ‘কাস্টমার ফার্স্ট ডে’ উদযাপিত হয়েছে। 

উদ্যোগটি গ্রামীণফোনের কর্মী ও ব‌্যবস্থাপনা বিভাগকে সরাসরি গ্রাহকের সঙ্গে কথা বলার ও তাদেরকে নিরাপদ ইন্টারনেট নিয়ে জানানো, নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিয়ে অঙ্গীকার করার সুযোগ করে দেয়।

SCROLL FOR NEXT