বাণিজ্য

সূচক বেড়েছে পুঁজিবাজারে

Byনিজস্ব প্রতিবেদক

বুধবার লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০৬ পয়েন্ট হয়েছে।

দিন শেষে দেখা যায় মোট লেনদেনের পরিমাণ ৪৩১ কোটি ৭৫ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ২৪ কোটি ৭৯ লাখ টাকা কম। 

ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির দাম।

টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, এসপিসিএল, আল-হাজ টেক্সটাইল ও ইফাদ অটোস।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭১৮ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২২টি কোম্পানির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের দর।

SCROLL FOR NEXT