সর্বাধুনিক সিমেন্ট উৎপাদন প্রযুক্তি ভার্টিক্যাল রোলার মিল (ভিআরএম) পরিদর্শন করেন প্রকৌশলীরা।

)<div class="paragraphs"><p>সর্বাধুনিক সিমেন্ট উৎপাদন প্রযুক্তি ভার্টিক্যাল রোলার মিল (ভিআরএম) পরিদর্শন করেন প্রকৌশলীরা।</p></div>
বাণিজ্য

শাহ্ সিমেন্টের ‘ভিআরএম’ প্রযুক্তি দেখলেন প্রকৌশলীরা

Byনিজস্ব প্রতিবেদক

শাহ্ সিমেন্টের সর্বাধুনিক উৎপাদন প্রযুক্তি ভার্টিক্যাল রোলার মিল (ভিআরএম) পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের প্রকৌশলীরা।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার এর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে যান পেশাজীবী প্রকৌশলীরা। তারা ভিআরএম প্রযুক্তির উৎকর্ষ, সার্বিক উৎপাদন ব্যবস্থা, মান ব্যবস্থাপনা, পণ্যের গুণগত মানের ধারাবাহিকতা ও স্টেট অব দ্য আর্ট ব্যাগিং প্ল্যান্ট পরিদর্শন করেন।

এসময় শাহ্ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অপারেশন ডিরেক্টর হাফিজ সিকান্দার প্রকৌশলীদের জানান, নতুন সৃষ্টি আর উদ্ভাবনে শাহ সিমেন্ট সব সময়ই সামনে থেকে পথ দেখায়।

“তারই সংযোজন বিশ্বের সবচেয়ে বড় ভার্টিক্যাল রোলার মিল (ভিআরএম)। এই ভিআরএম দিয়ে শাহ্ সিমেন্ট ও বাংলাদেশের নামটি উঠে গেছে গিনেজ বিশ্ব রেকর্ডের পাতায়। বাংলাদেশের সিমেন্ট শিল্পও পৌঁছে গেল নতুন এক মাইলফলকে।”

SCROLL FOR NEXT