নাগরিক ছবিঘর

::নীল পদ্ম বা নীল কমলের চাষ::

Byমোহাম্মদ ইলিয়াছ চৌধূরী

নীল পদ্ম নিবেন…নীল পদ্ম! পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের কলাতলী বীচে এক কিশোর বালতি ভর্তি নীল পদ্ম বিক্রি করছে। ১০১টি নীল পদ্মের কথা শুনেছি আরব্য রজনীর গল্পে। কখনো একসাথে এত গুলো পদ্ম দেখিনি আগে। অবশ্য ফুলগুলোকে পদ্ম বললে ভুল হবে, এ গুলো আসলে হাইব্রীড নীল শাপলা বা নীল কমল। দেখতে খুবই সুন্দর! প্রথম দেখাতে মনে হবে ফুল গুলো প্লাষ্টিকের তৈরী। পাপড়ী গুলো বেশ পুরু এবং শক্ত । ডাটাও গুলোও বেশ মোটা এবং খাটো। অধুনা এ ফুলের প্রচুর চাষ হচ্ছে চকোরিয়া উপজেলার মানিকপুর, মগনামা, ভেওলা ও রামুর বিভিন্ন জায়গায়। প্রতি পিস ফুলের দাম ১০ টাকা এবং কয়েকটি কলি ও পাতাসহ গাছের দাম ২৫০ টাকা থেকে ৩০০ টাকা করে কিশোরটি বিক্রি করছে। হঠাৎ দেখা সুন্দর এই ফুল গুলো পর্যটকরা বেশ ভাল ভাবেই কিনছে। এই নীলপদ্ম বা কমল চাষের পদ্ধতিও নাকি বেশ সহজসাধ্য। আশা করি এমন সব নতুন নতুন কৃষিপণ্যের উৎপাদন আমাদের দেশের কৃষকদের মুখে সুখের হাসি ফুটাবে এবং তাদেরকে অর্থনৈতিক ভাবেও সমৃদ্ধ।

ছবির লোকেশান: কলাতলি বিচ, কক্সবাজার। তারিখ:- ২৭/০১/২০১২ইং সময়: সকাল ১১:২৫ মিঃ

SCROLL FOR NEXT