নাগরিক ছবিঘর

ঠিক দেড় কিলোমিটার পরেই

Byঅন্যমনষ্ক শরৎ

নিভু নিভু হেমন্তের গন্ধ বাতাসে
উত্তুরে হাওয়ায় ভুলে যাওয়া বসতির মত কাশবন
প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়ায় শহরে
ঠিক দেড় কিলোমিটার দূরে নতুন গ্রাম
তুমি যদি সোজা হেঁটে যাও
বামে ডানে না তাকিয়ে
তাহলেই বিস্তীর্ণ মাঠ
অনেকগুলো ভরাট পুকুরের উপর
ড্রেজিং এর নলগুলো সাইফাই ছবির মত
মহানগরকে পুষ্টি দিয়ে চলেছে
শহরের ওপারে শহরেরই বসবাস
আর গ্রামগুলো বিবর্তনের অপেক্ষায়
অদ্ভুত যৌগিক সর্ম্পকে নিমজ্জ পরস্পর
একদিন হয়তো ভারসাম্য হবে
একদিন হয়তো গ্রামের আত্মারা
শহুরে আত্মার সাথে মিলেমিশে যাবে
যদিও এখনো ঠিক দেড় কিলোমিটার উত্তরেই নতুন গ্রাম
মুন্ডু বিহীন লাশ হয়ে পড়ে আছে কাশবনে

SCROLL FOR NEXT