নাগরিক ছবিঘর

শ্রমজীবী মানুষের হাট…

Byমোহাম্মদ ইলিয়াছ চৌধূরী

ছবির লোকেশন: নতুনবাজার বাসষ্ট্যান্ড, বারিধারা। তারিখ: ২৫/০৯/২০১১ইং, সময়: সকাল ০৮:১০ মিনিট। ছবিটি আইফোনে তোলা।

নতুনবাজার বাসষ্ট্যান্ড, বারিধারা। ঠিক থাই এ্যমবেসীর দেয়াল ঘেষে প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত শ্রম বিক্রির হাট বসে। শ্রমজীবি মানুষ গুলো কায়িক পরিশ্রম বা শ্রমঘন্টা বিক্রি করে দু,বেলা আহারের জন্য এখানে লাইন ধরে বসে থাকে। বিশেষত নির্মাণ শ্রমিকরা। লেবারের মজুরী কাজ বুঝে দৈনিক-২০০ থেকে ৩০০ টাকা এবং রাজমিস্ত্রি, রডবাইন্ডার বা কার্পেন্টার দক্ষতা অনুসারে দৈনিক মজুরী-২০০ থেকে ৩০০ টাকা। এরা আমাদের আধুনিক শহর নির্মাণের কারিগর, এরা শ্রমজীবি মানুষের অহংকার।

SCROLL FOR NEXT