নাগরিক ছবিঘর

সিচুয়ানের হাজার বছর পুরোনো বাঁধে,পানি উৎসব

Byসুদীপ্ত সজল খাঁ

চীনের সিচুয়ান প্রদেশের পাহাড় আর নদীর সমারোহে যে এলাকা বেশ বিখ্যাত তার নাম তুচিয়াংইয়েন। ২০০০ বছরের পুরোনো সেচ প্রকল্প আর পানির বাঁধের কিছু অংশ এখনও ব্যবহার হয় , সাংস্কৃতিক কাজে । মূলত বছরের এই সময় , শীত পার হয়ে গ্রীষ্মে পদার্পন এর আগে আগে , সেখানে অনুষ্ঠিত হয় পানি উৎসব যা আন্তর্জাতিক ভাবে বিখ্যাত । এবার যাবার সুযোগ ঘটেছিল সেই পানি উৎসবে । ছবিতে , পাহাড়ের চূড়ায় মেঘের খেলা, নিচে পাহাড়ের গা বেয়ে বাঁধ ভেঙে পানির জোয়ার আসছে বছরে প্রথমবার, উৎসব শুরু হল বর্ণিল কসরতের মধ্য দিয়ে ।

SCROLL FOR NEXT