নাগরিক ছবিঘর

সর্ষে ফুলের ক্ষেত -যেন হলুদ রং এর সমুদ্র

Byমোহাম্মদ ইলিয়াছ চৌধূরী

শীতকালে সর্ষে ফুলের মাঠ বাংলার গ্রামেগঞ্জে একটি অপরুপ দৃশ্য হয়ে দেখা দেয় প্রতি বৎসর। সর্ষে ফুলের ক্ষেতের আঁইল ধরে হাটার অনুভুতিটাই অন্য রকম। আমার ছেলে ইশতি ও মেয়ে লাবণ্য সর্ষে ফুল ক্ষেতের আঁইল ধরে হাটার বায়না ধরলো। ইশতি সাইকেলে করে এই সুন্দর সর্ষে ফুলের মাঠ দেখবে, এটি তার জন্য নতুন এক ধরনের আনন্দ হবে। আমিও রাজি হলাম ওদের এই বায়না পূরণ করার জন্য। ছেলে-মেয়ে দুজনেই দূরে অনেক দূর পর্যন্ত সর্ষে ফুলের হলুদ সমুদ্র চষে বেড়িয়ে আসলো মনের আনন্দে। ছবি: সানাইল চক, সিংগাইর, মানিকগঞ্জ। তারিখ-২৮.১২.২০১২ইং সময়:- ৩.৩৫ মিনিট।

SCROLL FOR NEXT