নাগরিক ছবিঘর

::মুক্তিযুদ্ধের বিজয় মেলা::

Byমোহাম্মদ ইলিয়াছ চৌধূরী

মানিকগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রতি বছরের মতো এবারও ১৫ দিন ব্যাপি মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে। মেলায় প্রতিদিন স্থানীয় মুক্তিযোদ্ধারা ৭১'এ যুদ্ধকালিন সময়ে যুদ্ধ নিয়ে তাঁদের স্মৃতিচারণ ও বিভিন্ন অভিজ্ঞতার কথা দর্শনার্থীদের সামনে তুলে ধরছেন। নতুন প্রজন্মের বিভিন্ন বয়সী লোকেরা তাদের এই স্মৃতিচারণ গুলো মনোযোগ সহকারে শুনছেন। এছাড়া মেলায় প্রতিদিন স্থানীয় শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হচ্ছে দেশাত্ববোধক, পালা ও বাউলগান। মেলার একটি এলাকা জুড়ে রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরের মাধ্যমে প্রদর্শীত হচ্ছে যুদ্ধকালিন বিভিন্ন ছবি ও স্মারক। মেলায় নাগরদোলা, পুতুল নাচ, সার্কাসসহ বিভিন্ন বিনোদনের উপকরন যেমন আছে তেমনি সাংসারিক বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের পসরাও মিলছে ভালো। এই মেলা ২৭ ডিসেম্বর ২০১২ইং পর্যন্ত চলবে।

SCROLL FOR NEXT