নাগরিক ছবিঘর

তাজহাট জমিদার বাড়ি

Byনাজমুল হক জেনিথ.

তাজহাট জমিদার বাড়ি, রংপুর প্রতিষ্ঠা করেন মান্নালাল রায়,এদেশে আসেন পাঞ্জাব থেকে। বসবাস শুরু করেন তৎকালীন রংপুরের জেলা সদর মহীগঞ্জ এ। পেশায় স্বর্নকার ছিলেন তিনি। স্বর্নখচিত তাজ বা টুপি নির্মানের কারনে এ অঞ্চলের নাম হয় তাজ হাট। ১৯৮৪ থেকে ১৯৯২ পর্যন্ত তাজ হাট রাজবাড়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোট বেঞ্চ হিসেবে ব্যবহৃত হয়।

SCROLL FOR NEXT