নাগরিক সংবাদ

হায় বুড়িগঙ্গা!

Byসত্য দাস

বুড়িগঙ্গার পানি দূষিত এটা সবারই জানা। কিন্তু কয়েকদিন আগে একটা খবরের কাগজে দেখলাম এবার হাসপাতালের ফেলে দেওয়া ওষুধও ফেলা হচ্ছে বুড়িগঙ্গায়। ফেলে দেওয়া ওষুধের একটা বিরাট অংশ হল এন্টিবায়োটিক। এবার ষোল কলা পূরণ হল।

বিশেষজ্ঞরা বলছেন যারা সরাসরি এ পানি ব্যবহার করছেন তারাতো বটেই যারা ব্যবহার করছেন না তারাও এর ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পাবে না। প্রাকৃতিক বাস্তুতন্ত্রের কারণেই কোন না কোনভাবে এসব ওষুধের উপাদান আমাদের শরীরে প্রবেশ করবে।

গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে অনেক কথা বললাম, এই করব সেই করব, কথার ফুলঝুড়ি শুনলাম। অথচ কাজের কাজ কিছু্ই হচ্ছে না। হবেও না। যখনই আমি কোন কাজে পুরনো ঢাকায় যাই আমার কষ্ট লাগে। আমার বাড়ির শান্ত নদীর কথা মনে পড়ে। আসলে আমাদের কি করার কিছুই নেই?

SCROLL FOR NEXT