নাগরিক সংবাদ

ছাত্র-শিক্ষক-জনতা, হয়ে গেছে একতা

Byফয়েজ রাসেল

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজিপুর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম। কিন্তু এখানে প্রায় ২২০০ ছাত্রের বিপরীতে আছে মাত্র ২০.২৯ একর জমি। একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন, ল্যাব ভবন, মসজিদ, ৬ টা হল, অডিটোরিয়াম , ক্যান্টিন, সব গুলো মিলে একটা জগাখিচুড়ি অবস্থা। এমনকি এখানে খেলার মাঠ পর্যন্ত নেই। এখানে সকল সমস্যার মূলে রয়েছে জমি। আমাদের এখন দেয়ালে পিট ঠেকে গেছে। সব সরকার ডুয়েট এর শুরু থেকেই জমি দিবে বলে আশ্বাস দিয়ে এসেছে।কিন্তু কেউ দেয়নি। তাই আমরা আন্দোলন করতে বাধ্য হয়েছি।

আজ ভূমি অধিগ্রহন আন্দোলনের সাথে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি , কর্মচারী সমিতি একাত্ততা ঘোষণা করেছে। এখন জমি না পাওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। এখন আমরা সবাই এক।

SCROLL FOR NEXT