নাগরিক সংবাদ

কৃষকের গল্প

Byগ্রুপ ক্যাপ্টেন ফজলুল হক

এক কৃষক ছিল। তার ক্ষেতের ধান ইদুরে খেয়ে ফেলছিল। ইদুর দমন করতে কৃষক ক্ষেতে বিষধর সাপ ছেড়ে দিল। সাপ ইদুর খেয়ে ফেলল। অতঃপর কৃষক ক্ষেতের ধান কাটতে গেল। কিন্তু বিষধর সাপের ছোবলে কৃষকের প্রাণ গেল।

বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক মাঠের কৃষকদের জন্য সাবধান বাণী:- ইঁদুরের ক্ষতি বন্ধ করতে কি বিষধর সাপ আনবেন? অথবা গণতন্ত্রের ফাঁদ দিয়ে ইঁদুর দমনের চেষ্টা করবেন?

SCROLL FOR NEXT