নাগরিক সংবাদ

রাজনৈতিক এবং সাংসদদের আলাদা পরিভাষা তৈরি হয়ে গেছে

Byরেযাউল্ক্রিমবাবুল

ক'দিন আগে (মহান) জাতীয় সংসদে পেছনের সারির (ব্যাক বেঞ্চার) এক (মাননীয়) সদস্য তার বক্তব্যে বিশেষ কিছু শব্দ প্রয়োগ করে প্রায় নিষ্প্রাণ হয়ে পড়া হাউসে ব্যাপক চাঞ্চল্য তৈরি করতে সমর্থ হন।
হাল আমলের মিডিয়ার কল্যাণে যার উত্তাপ লুই কানের অপরূপ ভবনটির আঙিনা উপচিয়ে সমগ্র দেশে ছড়িয়ে পড়ে কয়েক ঘণ্টার মধ্যে।

মাননীয় নেতা নেত্রীগণ মিটিং, সমাবেশে ইদানীং যেসব শব্দাবলী ব্যবহার করেন আমাদের গোচরে কিংবা অগোচরে তা' একটি বিশেষ পরিভাষা হিশাবে রূপ লাভ করছে।

এসব 'রাজনৈতিক' বক্তব্যের বিষয়বস্থু দলীয় নীতি কর্মসুচীর গণ্ডি ছাপিয়ে প্রতিপক্ষের ব্যক্তিগত চরিত্র হনন আশংকাজনক ভাবে বেড়ে যাচ্ছে। আরও আশংকার কারন হচ্ছে এর সংক্রমণ চায়ের টেবিল থেকে জনসভায় সীমাবদ্ধ নাই। বিরোধী দলীয় সাংগঠনিক অনুষ্ঠান কিংবা সরকারি আনুষ্ঠানিক সভা, মিটিং, প্রেস কনফারেন্স থেকে সংসদ অধিবেশন পর্যন্ত এমন অশ্রাব্য শব্দাবলী বিস্তার লাভ করেছে।

এখন আমারা স্বীকার করি বা নাই করি; একটি পরিভাষা ভেতরে ভেতরে নয়, আড়ালে আবডালেও নয়; আমাদের চোখের সামনেই তৈরি হয়েছে।

হৈ চৈ না করে, আমাদের যা করনীয় এখন আছে তা হল এই পরিভাষার একটি আনুষ্ঠানিক লেয্য রূপ দেয়া; অথবা এই পরিভাষার বিরদ্ধে রুখে দাড়িয়ে এর অবসান করা।

SCROLL FOR NEXT