নাগরিক সংবাদ

“নেত্রকোনা” বানান ‌’ন’ দিয়ে লিখুন

Byহাসান ইকবাল

গতকাল একুশে ফেব্রুয়ারি, ২০১২ আত্মপ্রকাশ করছে নেত্রকোনার নতুন সংগঠন "বাতিঘর"। বাতিঘরের প্রথম কর্মসূচী হিসাবে একুশের প্রথম প্রহরে নেত্রকোনার কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক হাজার লিফলেট বিতরণ করবো বাতিঘরের কর্মীরা। লিফলেটের বিষয়: "নেত্রকোনা বানান ‌'ন' দি…য়ে লিখুন"।

আমরা ভুল করে অনেকে নেত্রকোনা বানানটিতে ‌'ণ' ব্যবহার করে 'নেত্রকোণা' লিখি।
লিফলেটে সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ-প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার এবং বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মতীন্দ্র সরকারের উদ্ধৃতি ব্যবহার করা হয়েছ।

তারা বলেছেন, ব্যাকরণ রীতি অনুসারে নেত্রকোনা বানানটিতে 'ণ' ব্যবহার করা সমিচীন নয়। বন্ধুরা আসুন, আমরা আজ থেকে নেত্রকোনা বানানটি শুদ্ধ করে লিখি। {শুদ্ধরূপ: 'নেত্রকোনা'। আর অশুদ্ধ রূপ: 'নেত্রকোণা'}

বাতিঘরের প্রথম উদ্যোগটির ব্যাপারে সবার মতামত আশা করছে বাতিঘরের সদস্যরা।

SCROLL FOR NEXT