নাগরিক সংবাদ

ঐতিহাসিক ভাষা আন্দোলনের ৬০তম বার্ষিকী; বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মাসব্যাপী কর্মসূচি

Byসেইন্ট ইওহান

ঐতিহাসিক ভাষা আন্দোলনের ৬০ বছর পালিত হবে ২১শে ফেব্রুয়ারি ২০১২।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে থাকছে: সারা দেশে সভা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।
আগামী ১৪ই থেকে ২০শে ফেব্রুয়ারি '৭২-এর সংবিধানের ভিত্তি অবিকৃতভাবে ফিরিয়ে আনা ও যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করাসহ ১১ দফা দাবিতে '১১ দফা সপ্তাহ' পালন করা হবে।

এছাড়া ২১শে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় 'শহীদ দিবস' পালন করবে দলটি।

SCROLL FOR NEXT