নাগরিক সংবাদ

এনার্জি ড্রিংকস শত্রু নাকি বন্ধু?

Byহিমেল

আজকাল আমরা রাস্তায় বের হলেই আমাদের চোখে পরে বিভিন্ন এনার্জি ড্রিংকস এর ক্যান বা বোতল পরে থাকে যত্রতত্র। এগুলো দেহের জন্য কতটা উপকারি? আদৌ কি এগুলো শক্তি বৃদ্ধিকারক পানিয় ?? উক্ত পানিয়গুলিতে মেশান থাকে ক্যাফেইন। ক্যাফেইন শরীরে উত্তেজনা সৃষ্টিকারি উপাদান। একটি এনার্জি ড্রিংকস খাওয়া একটি নাপা এক্সট্রা অথবা এস প্লাস খাওয়া দুইটি একি কথা। এভাবে আমাদের তরুণ প্রজন্ম যদি এনার্জি ড্রিংকসকে দৈনন্দিন জীবনের সুপেয় পানির মত পান করে, তাহলে ভবিষ্যতে যৌন রোগির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যেতে পারে। এছাড়াও এগুলোতে উচ্চ মাত্রার ফ্যাট থাকে, যা ডায়াবেটস এর ঝুঁকি বাড়ায় । তাছাড়া এসবে এলকোহল থাকে । সরকারের উচিত এসব এনার্জি ড্রিংকস উৎপাদনকারি প্রতিষ্ঠান গুলোকে নিয়ন্ত্রনের আওতায় আনা। উচ্চ মাত্রায় কর আরোপ করা।

SCROLL FOR NEXT