নাগরিক সংবাদ

নির্বাচনে না গিয়ে বিএনপি কি ভুল করল না?

Byতৌহিদ উল্লাহ শাকিল

জনগন সকল ক্ষমতার উৎস সেটা আরেকবার প্রমানিত হল গতকালের নারায়ণগঞ্জ সিটি মেয়র নির্বাচনে । বি এন পি যেখানে ধরে নিয়েছে সরকার গদফাদার শামীম ওসমান কে নির্বাচনে জেতানোর জন্য সেনা বাহিনী প্রত্যাহার করেছে । সেখানে নির্বাচনে প্রমান হল উল্টো । সরকারের পক্ষ থেকে নির্বাচন কে প্রভাবিত করার চেষ্টা থাকুক আর নাই বা থাকুক সেটা এখন আলোচনার বাইরের বিষয়। সম্প্রতি বি এন পি লং মার্চ এবং বিভিন্ন জনসভায় জনসমুদ্রের যে জোয়ার দেখিয়েছে সেই জনগনের উপর তাদের আস্থাহীনতা , জনগন কিভাবে নেবে সেটা দেখাত্র বিষয়। বি এন পি যদি নির্বাচনে জিতত তাহলে সরকার চরম ধাক্কা খেত নিঃসন্দেহে । কিন্তু কেন হুট করে শেষ রাতে তাদের কে সিদ্ধান্ত পরিবর্তন করতে হল । আর এই সিদ্ধান্ত পরিবর্তন তাদের জন্য কতটা ক্ষতি হয়ে গেল অলক্ষে । তা দলের নীতি নির্ধারকরা এখন না বুঝলে ও পরবর্তীতে বুঝবে । আমি আমার নিরপেক্ষ মতবাদে বলতে পারি বর্তমান সরকারের আমলে গঠিত নির্বাচন গুলো যেমন স্বচ্ছ হয়েছে , পূর্বে এমন হয়েছে কিনা জানা নাই । রাজপথে চিৎকার করে বলে কি লাভ যদি নির্বাচন নাই করেন । সুযোগ সবসময় আসে না । সেই সুযোগ বি এন পি কেন হারালো বুঝতে পারলাম না । অন্য দিকে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ চরম ধাক্কা খেয়েছে তাতে কোন সন্দেহ নেই । তারা সরাসরি শামীম ওসমান কে সাপোর্ট দিয়েছেন এবং তার কি পরিনতি হয়েছে তা তারা দেখতে পাচ্ছেন । আসলে জনগন একবার জেগে গেলে তখন সেই জোয়ার থামানো যায় না । তাই দুই দলেরই উচিত সবার আগে জনগন কি চায় সেদিকে খেয়াল করা । তবে আর কিছু হোক বা না হোক এই প্রথম নারী মেয়র হিসাবে ডাঃ সেলিনা হায়াত আইভী ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবেন ।

SCROLL FOR NEXT