নাগরিক সংবাদ

কোলকাতার নিউমার্কেট সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশি টুরিস্ট নির্ভরশীল

Byকৌশিক আহমেদ

কোলকাতায় বাংলাদেশীরা গিয়ে নিউ মার্কেটের আশেপাশে ফ্রি স্কুল স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, মার্কুইজ স্ট্রিট, ইত্যাদি সড়কের হোটেলে সাধারণত থাকে। প্রায় ১০০ এর বেশী হোটেল মূলত বাংলাদেশী টুরিস্ট যারা ঘুরতে বা ডাক্তার দেখাতে যায় তাদের উপরেই নির্ভরশীল। কিন্তু এসব হোটেল এবং সংলগ্ন ব্যবসার অধিকারীগণ বাংলাদেশী টুরিস্টদের নানাভাবে হেস্তনেস্ত করে থাকে। সার্ভিসের মান তৃতীয় শ্রেণীর তদুপরি নানারকম ভূল তথ্য দিয়ে থাকে। ট্যাক্সি ড্রাইভার, হোটেল কর্মচারী, রোস্তোরাঁর কর্মচারী, নানারকম বিপনী বিতানের লোকজন সবচেয়ে খারাপ পরামর্শ দিয়ে থাকে। এবং এদের পারস্পরিক যোগাযোগও বৈদ্যুতিক-গতি-সমৃদ্ধ, একে অপরকে কমিশন দিয়ে থাকে।

নিউমার্কেটের বিশাল বাণিজ্য যেহেতু মূলত বাংলাদেশী পর্যটকদের উপরে নির্ভরশীল, পশ্চিম বঙ্গ সরকারের উচিত এসমস্ত জায়গা থেকে ফ্রডদের হাতকড়া পড়িয়ে গরাদে নিক্ষেপ করা। এছাড়া আরেকটা পদ্ধতিও অবলম্বন করা যায়, সেটা হলো যখনই কোনো বাংলাদেশী ঐ অঞ্চলের কোনো হোটেলে যাবেন, খাবেন বা থাকবেন – একটু সতর্ক থাকবেন। দালালদের খপ্পরে পড়বেন না।

SCROLL FOR NEXT