নাগরিক সংবাদ

নৌমন্ত্রীর চাপ !!!

Byকবীর

নৌমন্ত্রীর চাপে ২০০৯ সালে ১০ হাজার লাইসেন্স দেওয়া হয়েছিল পরীক্ষা ছাড়া। এবার চান সাড়ে ২৪ হাজার। ইনসাল্লাহ পেয়েও যাবেন। হাজার হলেও জনগনের জন্য নিবেদিত মন্ত্রীর প্রান ????????????? এ দেশের আইন করা হয়েছে, চালকের শাস্তি হবে ৩ বছরের জেল ,যদি সে নর হত্যা করে।

আবার এ দেশেরই আইন করা আছে, কেউ বাঘ হত্যা করলে তার জেল হবে ১০ বছরের। মানুষের জীবনের চেয়ে বাঘের জীবন অনেক মুল্যবান !!!! বিজ্ঞ ব্যাক্তি দ্বারা কি আইন প্রণিত !!!!!!!!!! লজ্জাকর ??? সড়ক দুর্ঘটনাকে নরহত্যা হিসেবে গণ্য করে দায়ী চালকদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আইন করা হয়েছিল ১৯৮৫ সালে। শ্রমিক সংগঠনগুলোর চাপে সরকার পরে আইন সংশোধন করে। কেন সংশোধন করতে হয়েছিল ? কার স্বার্থ ছিল ? এর জবাব কি ?

SCROLL FOR NEXT