নাগরিক সংবাদ

একটি দিবা স্বপ্নের ব্যাখ্যা(!)

Byফায়েজ ভূইয়া

সোমবার দুপুরে বিশ্রামের জন্য বিছানায় গা লাগাতেই ঘুমিয়ে পড়ি। সংক্ষিপ্ত ঘুমে একটি স্বপ্ন দেখি। যা আক্ষরিক অর্থেই দিবা স্বপ্ন। দিবা স্বপ্ন নাকি অর্থহীন।

স্বপ্নে দেখতে পাই দেশে রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছে। আওয়ামীলীগ সরকারের পতন ঘটেছে। নির্বাচন হয়েছে। বিএনপি জিতেছে। বিএনপি আবার ক্ষমতায় যাচ্ছে। আওয়ামী লীগে হতাশা, বিএনপিতে উল্লাস!

ঘুম থেকে উঠে স্বপ্নটি ফালতু মনে হলো। কিন্তু বিকেলে জানতে পারলাম বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দুদক জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে। দুপুরে দুদক মামলার সিদ্ধান্ত নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই মামলাটি হয় ।

সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক আমলে দুদককে যেভাবে তৎপর দেখা গিয়েছিল এখনো একইভাবে দুদকের তৎপরতা লক্ষ্য করা গেল। এই মামলায় খালেদা জিয়া গ্রেফতার হওয়ার আশংকার হালকা গুঞ্জনও শুনলাম সন্ধায়। শুনলাম রমজানেই হরতালের হুমকীর খবর।

আমার দিবা স্বপ্নের সাথে এই ঘটনার কোন সম্পর্ক আছে কিনা কিংবা এগুলো আসন্ন কোন দুর্যোগের আলামত কিনা, আমি জানিনা। কারণ দিবা স্বপ্ন তো অর্থহীন!

SCROLL FOR NEXT