নাগরিক সংবাদ

বসন্ত এসে গেছে

Byনাভিদ ইবনে সাজিদ নির্জন

ঋতুরাজ বসন্তের আগমনে বগুড়া খোকন পার্ক রোডে ফুলের দোকানে ক্রেতা, বিক্রেতা সবার মনে ফাল্গুনী হাসি, বসন্তের আনন্দ। এই বসন্তে প্রকৃতি সাজবে নবরূপে। শহরের দূষণে ক্লান্ত জীবনে অন্তত ফাল্গুনের দিনগুলোতে একটু ফুলের স্পর্শ পেতে কে না ভালোবাসে! ফুলের সাজসজ্জায় নিজেকে রাঙিয়ে তুলতে বসন্তের জন্য ব্যাকুল প্রতীক্ষা মানুষের। ফুলের মতো হোক মন, রঙিন হোক বসন্ত, আলোকিত হোক জীবন; সকলের প্রতি বসন্তের নিরন্তর ভালোবাসা রইলো।

ছবিগুলো মাঘের শেষ সন্ধ্যায়, ফাল্গুনের সুগন্ধ মাখা বিকেলে বগুড়া থেকে তোলা। আলোকচিত্রী: নাভিদ ইবনে সাজিদ নির্জন

পহেলা ফাল্গুন উপলক্ষে ব্যস্ত ফুলের দোকানদার

শৌখিন নারী ফাল্গুনের ডাকে সাড়া দিয়ে কমলা রঙের গাঁদা ফুল কিনছেন

জানিনা এইটার নাম কী, আমি এর নাম দিয়েছি ফুলের মুকুট। বসন্তের সাথে নিবিড় ভাবে মিশে আছে এই মুকুট। বেশীরভাগ নারীরাই এই মুকুট পড়ে ঘুরে বেড়ান বসন্তের রঙিন সাজে।

এ রাশ গাঁদা ফুল, সম্ভবত এগুলো খোপায় বাঁধবেন নারীরা

SCROLL FOR NEXT