নাগরিক সংবাদ

হৃদয়ে রাখি বাংলাদেশ!

Byফারদিন ফেরদৌস

.

প্রকৃতিও ধারণ করে বাংলাদেশের লাল সবুজ রঙ। বর্ষার জলসুধায় সেজে ওঠে বিস্তীর্ণ সবুজ ধানক্ষেত। ক্ষেতের ধারে মাছ ধরেন জেলে। জেলের নৌকার ছইয়ে থাকে উদীয়মান সূর্যের লাল রঙ। আর এভাবেই জনপদে আঁকা হয়ে যায় আমাদের প্রাণের বাংলাদেশ!

ছবিটি ০৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাংগুরী গ্রাম থেকে তোলা।

ফারদিন ফেরদৌস
সুখেরছায়া
০৪.০৯.২০১৭

SCROLL FOR NEXT